পল্লী বিদ্যুৎ এ নিয়োগ ২০২৩
পল্লী বিদ্যুৎ এ নিয়োগ ২০২৩
পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি ১ চাটমোহর, পাবনা এর ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক শূন্য পদে লোকবল নিয়োক করা হয়েছে
এছাড়াও ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতিতে "কাজ নাই মজুরি নাই " ভিত্তিতে অস্থায়ী পদে বিলিং সহকারী পদে শুন্য পদে লোকবল নিয়োগ করা হয়েছে।
আবেদন করার পূর্বে ভালো ভাবে প্রার্থীর যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তা ভালো করে পড়ে আবেদন করুন।
পাবনা সমিতি ১ এ আবেদন করার জন্য যে সকল জেলা হতে আবেদন করতে পারবেন তা হলো ঃ-
বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, ব্রাক্ষ্মনবাড়িয়া, চাদঁপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার,ফরিদপুর,গোপালগঞ্জ, কিশোরগঞ্জ হবিগঞ্জ, লালমনিরহাট,মুন্সিগঞ্জ,সাতক্ষীরা,সিলেট,ঠাকুরগাঁও নরসীংদী,শরিয়তপুর,শেরপুর,ঝালকাঠি,খাগড়াছাড়ি
এবং প্রার্থীর যোগ্যতা _
ডাটা এন্ট্রী অপারেরটর ( শুধু মহিলাদের জন্য)
(ক)এসএসসি বা সমমান পরিক্ষায় নূন্যতম ৪.০০ এর মধ্যে নূনতম সিজিপিএ ২.২৫ পেয়ে উত্তীন হতে হবে।
(খ) কম্পিউটারে বাংলা ইংরেজী টাইপিং যথাক্রমে ২০ এবং ৩০ শব্দ স্পিড থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার দক্ষতা থাকতে হবে।
অফিস সহায়ক আবেদনকারীর যোগ্যতা -
(ক) এসএসসি বা সমমান পাস
(খ) প্রার্থীকে সৎ নিষ্ঠাবান হতে হবে।
(গ) সু সাস্থের অধীকারী হতে হবে। এবং বাইসাইকেল চালনা জানতে হবে ।
ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ এ বিলিং সহকারী (শুধুমাত্র মহিলাদের জন্য )" কাজ নাই মজুরি নাই" পদে আবেদন শুধুমাত্র ঠাকুরগাঁও এর স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। মজুরী হিসেবে দৈনিক ৮০০ টাকা করে প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলী আপনারা বিজ্ঞপ্তি থেকে ভালো করে দেখে নিবেন ।
আরো পড়ুন ;- Railway Job Circular 2023
.jpg)

No comments